প্রশিক্ষণার্থী
মুন্সীগঞ্জে ট্রেনিং কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রশিক্ষণার্থী নিহত
মুন্সীগঞ্জ সদরে ট্রেনিং কার নিয়ন্ত্রণ হারিয় খাদে পড়ে কাওসার আহমেদ (২৫) নামে এক প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৫ ডিসেম্বর) সদর উপজেলার মহাকালী ইউনিয়নের তালেশ্বর গ্রাম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার মহাকালী ইউনিয়নের কাতলাপাড়া গ্রামের কামাল ঢালীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাওসার আহমেদ ট্রেনিং কারটি নিয়ে প্রশিক্ষণ নিতে তালেশ্বর বাজারের দিকে যান। এ সময় তার সঙ্গে সামনের সিটে প্রশিক্ষক ও পেছনে আরও দুইজন বসেন। ট্রেনিং কারটি সদরের কাটাখালী এলাকার দিক যাচ্ছিল। পথে তালেশ্বর গ্রামের ব্রিজের কাছাকাছি এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় সেটি। এতে ঘটনাস্থলেই কাওসারের মৃত্যু হয়।
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কালাম প্রধান জানান, গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই কাওসার নামে একজনের মৃত্যু হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়েছে। তার আত্নীয়-স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২, আহত ৪
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, পরিবারের দাবি হত্যা
১০ মাস আগে
রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎ
ন্যাশনাল ডিফেন্স কলেজের ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৩ এ অংশগ্রহণকারীরা আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বন্ধুপ্রতিম ১৭ টি দেশের ২৯ জন সামরিক কর্মকর্তাসহ দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উক্ত প্রশিক্ষণে অংশ নেন।
বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাৎ সম্পর্কে বলা হয়েছে।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবস: রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ উন্নয়ন, অগ্রগতি ও শান্তিতে বিশ্বাসী। অর্থনৈতিক এবং তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান অগ্রগতির ফলে বর্তমান বিশ্ব অনেক জটিল এবং পরস্পর সংযুক্ত।’
পরিবর্তনশীল এই বিশ্বে জাতীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক ও বেসামরিক কর্মকর্তা সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সিএজির মহাপরিচালকের সাক্ষাৎ
রাষ্ট্রপতি প্রশিক্ষণার্থীদেরকে উদ্দেশে বলেন, ‘আপনাদেরকে সুশাসন নিশ্চিতে কাজ করতে হবে। আইনের শাসন ও মানবাধিকার হবে আপনাদের কার্যপরিচালনার পথনির্দেশক।’
পেশাগত দক্ষতা উন্নয়নে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ প্রদানে ন্যাশনাল ডিফেন্স কলেজের ভূমিকার প্রশংসা করে মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের ভারপ্রাপ্ত কমান্ডেন্ট এয়ার ভাইস মার্শাল মো. কামরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে, প্রশিক্ষণার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
১১ মাস আগে