কিংস পার্টি
কিংস পার্টি বিএনএম গঠনে জড়িত থাকার কথা অস্বীকার মেজর হাফিজের
কিংস পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট (বিএনএম) গঠনে মূল ভূমিকা রাখার কথা অস্বীকার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার বনানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
হাফিজ বলেন, পবিত্র রমজানের কারণে রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার একটি ছবি আলোড়ন সৃষ্টি করেছে।
তিনি বলেন, ছবিটি ব্যবহার করে কয়েকটি পত্রিকা কাল্পনিক প্রতিবেদন তৈরি করেছে। যা ছয়বার সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা একজন রাজনীতিবিদ হিসেবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
তিনি আরও বলেন, ‘৩৭ বছরের রাজনৈতিক জীবনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল এবং তাদের প্রতি শ্রদ্ধা ছিল। তারপরও আমার অপরিচিত কিছু সাংবাদিক এমন সংবাদ প্রকাশ করছেন, যা আমার এবং দল ও সমর্থকদের জন্য বিভ্রান্তিকর।’
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে আওয়ামী লীগ: মেজর হাফিজ
তিনি বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক দল গঠনের প্রস্তাব পেয়েছিলাম। তারা সাকিব আল হাসানকে আমার কাছে নিয়ে এসেছিল, কিন্তু আমি তাকে দলে আসতে প্রভাবিত করিনি।’
কোনো অন্যায় করেননি বলে দাবি করে এই বিএনপি নেতা প্রশ্ন করেন, ‘আমি কি বিএনএমে যোগ দিয়েছি? আমি কি বিএনপি ভেঙেছি? এটা স্পষ্ট যে আমি দলে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি। এখন তারা আমার দল ও আমার সমর্থকদের বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে।’
কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তাকে নতুন রাজনৈতিক দল গঠনের পরামর্শ দিয়েছিলেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমি তাদের বলেছি, রাজনীতির কোনো শর্টকাট পথ নেই।’
আরও পড়ুন: বিএনপি ভেঙে নতুন দল গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন মেজর হাফিজ
হাফিজ বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনীতিক তার সঙ্গে যোগাযোগ শুরু করেন। তারা লক্ষ্য করেছেন বিএনপির নীতি নির্ধারণী প্রক্রিয়া নিয়ে আমার ভিন্ন মত রয়েছে। তারা ধরে নিয়েছিল, আমি বিএনপি ছাড়তে আগ্রহী।’
বিএনপি নেতা আরও বলেন, ৩২ বছর পর দল ছেড়ে যাওয়া তার পক্ষে অসম্ভব বলে তাদের জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমি তাদের বলেছি, আমি শারীরিকভাবে ভালো নেই। অল্প কিছুদিনের মধ্যেই আমি রাজনীতি থেকে অবসর নেব।'
মেজর হাফিজ বিএনএমে যোগ দেবেন- সাবেক তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের পর এক সংবাদ সম্মেলনে মেয়র হাফিজ জানান, বিএনপির সঙ্গেই থাকবেন।
তিন-চারজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিএনএম গঠন করেছেন উল্লেখ করে তিনি বলেন, তারা সাকিব আল হাসানকে তার কাছে নিয়ে এসেছিলেন এবং তিনি (সাকিব) রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
হাফিজ বলেন, 'আমি সাকিবকে বলেছি এটা তোমার ব্যাপার। তুমি এখনও খেলছ তবে রাজনীতি নিয়ে আরও ভাব। আমার কাছ থেকে কোনো সহযোগিতা না পেয়ে সাকিব সেখান থেকে চলে যায়।’
আরও পড়ুন: বিএনপিই দেশের প্রথম কিংস পার্টি: তথ্যমন্ত্রী
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমার ফোন কলে কোনো দল ইসির নিবন্ধন পাবে, এটা বাস্তবসম্মত নয়। আমি কিছু বললাম না। কারা এটা করেছে, আপনারা জানেন।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির কোনো দলীয় কাউন্সিল হয়নি। আমি বিষয়টি নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি। কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে কখনো অপ্রীতিকর কিছু বলিনি।’
আরও পড়ুন: ইসির নিবন্ধন পেল বিএনএম ও বিএসপি
৭ মাস আগে
নির্বাচনে কারচুপি করতে সরকার এজেন্সিগুলো ব্যবহার করে কিংস পার্টি গঠন করছে: রিজভী
বিএনপি অভিযোগ করেছে, সরকার বিভিন্ন এজেন্সি ব্যবহার করে বিভিন্ন ভিত্তিহীন ও তথাকথিত কিংস পার্টি গঠন করছে এবং আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের নামে প্রহসন করার জন্য বিভিন্ন দলের লোক নিয়োগ করছে।
বুধবার (২২ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, কিছু লোক সামান্য অর্থ ও বিভিন্ন সুবিধার লোভে প্রহসনমূলক নির্বাচনে অংশ নিতে আত্মা বিক্রি করছে।
তিনি বলেন, ‘দেশের মানুষ মাফিয়া গোষ্ঠীর এই নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করায় ফ্যাসিবাদী শেখ হাসিনা এখন তথাকথিত কিংস পার্টি তৈরি করে নির্বাচনের নামে প্রহসন করতে মরিয়া হয়ে উঠেছেন।’
সরকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে অংশ নিতে চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা তার বিভিন্ন সংস্থাকে মাঠে নামিয়েছেন তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য। বিভিন্ন দলের নেতাদের ভাড়া করতে গরুর হাটের মতো দর কষাকষি চলছে। অনেক দেশপ্রেমিক নেতাকে আওয়ামী লীগের কিংস পার্টিতে যোগদানের জন্য চাপ ও ভয় দেখানো হচ্ছে।’
রিজভী বলেন, লুটপাটের টাকার ভাগ পাওয়ার অঙ্গীকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছেড়ে কিছু মানুষ তথাকথিত কিংস পার্টিতে যোগ দিয়ে বঙ্গভবন ও গণভবনে যাচ্ছে।
কোনো দল বা ব্যক্তির নাম সরাসরি উল্লেখ না করে রিজভী বলেন, বিশ্বাসঘাতকদের ইতিহাসের ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। ‘এই রঙ পরিবর্তনকারী পরজীবী রাজনীতিবিদরা জনগণের সংকেত টের পাচ্ছেন না।’
তিনি অভিযোগ করেন, সরকার গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে তল্লাশি চালিয়েছে, গ্রেপ্তার করছে।
এই বিএনপি নেতা বলেন, ‘একতরফা নির্বাচন অনুষ্ঠানের জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হেলমেট পরা আন্দোলনে সক্রিয় থাকা নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী আরও বলেন, সরকারের নির্দেশে বিচার বিভাগ বিরোধী দলের নেতা-কর্মীদের ‘মিথ্যা ও কাল্পনিক’ মামলায় সাজা দিচ্ছে।
বুধবার বিকাল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিএনপির অন্তত ৫১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
১১ মাস আগে