সিভিল এভিয়েশন একাডেমি
সিভিল এভিয়েশন একাডেমির বর্ণাঢ্য সনদ বিতরণ অনুষ্ঠান
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সহযোগিতায় এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও বোয়িং কোম্পানির আর্থিক পৃষ্ঠপোষকতায় সিভিল এভিয়েশন একাডেমির বর্ণাঢ্য সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
এ উপলক্ষে ৫ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত তিন সপ্তাহব্যাপী আইকাও গভর্নমেন্ট সেফটি ইন্সপেক্টর-এয়ারওর্দিনেস (জিএসআই-এয়ার) কোর্স অনুষ্ঠিত হয়।
এছাড়া, আইকাওয়ের সহযোগিতায় ‘বিহেভিয়ার ডিটেকশন’-শীর্ষক পাঁচ দিনব্যাপী এভিয়েশন সিকিউরিটি কোর্স অনুষ্ঠিত হয়।
সিভিল এভিয়েশনের ক্যাপাসিটি বিল্ড আপের জন্য আন্তর্জাতিক কোর্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়া, বাংলাদেশ সিভিল এভিয়েশনে নতুন যোগদানকারী ২৫৬ জন প্রশিক্ষণার্থীদের ১২টি বিষয়ভিত্তিক ট্রেড কোর্সসহ মোট ১৮টি কোর্সের আওতায় ২৮৭জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
বৃহস্পতিবার এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
আগামী দিনগুলোতে বাংলাদেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সম্যক ভূমিকা পালন করবে।
সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়িং কোম্পানির প্রতিনিধি রিতিশ পিল্লাই।
তাছাড়া, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরের সদস্য, পরিচালক, সহকারী পরিচালক, কোর্সের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।
আরও পড়ুন: প্রকিউরমেন্ট ব্যবস্থাপনায় সফলতার জন্য এটুআই পেল ‘আইএসও সনদ’
প্রধান অতিথি তার বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং যুগোপযোগী আধুনিক প্রশিক্ষণ দান নিশ্চিত করার মাধ্যমে সিভিল এভিয়েশন খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।
তিনি বাংলাদেশের সিভিল এভিয়েশন খাতকে প্রধানমন্ত্রীর স্বপ্নের সিভিল এভিয়েশন হাব-এ পরিণত করার লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমিকে কার্যকরী ভূমিকা পালনের সার্বিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানের সভাপতি এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) তার সমাপনী বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমিতে আইকাও গোল্ড সদস্য সনদপত্র সংগ্রহের প্রত্যয় ব্যক্ত করে তার বক্তব্য শেষ করেন।
এতে বিগত ছয় মাসের ১৮টি কোর্সের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারী ২৮৭জন প্রশিক্ষণর্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। আগামী দিনগুলোতে বাংলাদেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সম্যক ভূমিকা পালন করবে।
উক্ত কোর্স পরিচালনার জন্য ৪ লাখ ৯২ হাজার ৯৫০ টাকার প্রশাসনিক অনুমোদন ও আর্থিক ব্যয় মঞ্জুরী কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। যা স্থানীয় প্রশিক্ষণ খাত থেকে ব্যয় করা হবে।
অতএব, ওই কোর্সের অনুকূলে কর্তৃপক্ষের অনুমোদিত ৪ লাখ ৯২ হাজার ৯৫০ টাকা মো. মজিবুর রহমান মিয়াজী, সহকারী পরিচালক (মিটিওরলজি) এর অনুকূলে অগ্রিম দেওয়া যেতে পারে। অগ্রিম গ্রহণকৃত টাকার প্রকৃত খরচ বিল ভাউচারের মাধ্যমে পরবর্তীতে সমন্বয় করা হবে।
সিভিল এভিয়েশনের ক্যাপাসিটি বিল্ড আপ জোন- এ ইন্সট্রাক্টর্স ক্যাপাসিটি বিল্ড আপ জোন এর জন্য আইকাও ট্রেইনার প্লাস এর সহযোগিতায় আইকাও-টিআইসি কোর্স, পার্ট-২ অনুষ্ঠিত হয়।
সিভিল এভিয়েশনের ক্যাপাসিটি বিল্ড আপের জন্য এই তিনটি আন্তর্জাতিক কোর্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার কোর্সের সনদ বিতরণ
সনদ প্রদানের মধ্য দিয়ে শেষ হলো বিজেএস-ইএমকে ফেলোশিপ প্রোগ্রাম
১১ মাস আগে