২৯ অক্টোবর
২৯ অক্টোবর থেকে চলমান হরতাল-অবরোধে ৩১০টি ভাঙচুর ও ৩৭৬টি অগ্নিসংযোগ হয়েছে: পুলিশ
গত ২৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর অবরোধ ও হরতাল চলাকালে সারাদেশে ৩১০টি ভাঙচুর ও ৩৭৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে আগুন দেওয়া হয়েছে মোট ২৯০টি গাড়িতে।
এছাড়া গত ৬ ও ১৫ নভেম্বর ঝালকাঠি ও পিরোজপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর এবং সিরাজগঞ্জে দুটি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
উল্লেখিত সময়ে বিভিন্ন ঘটনায় কর্তব্যরত অবস্থায় এক পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন।
২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত রেলওয়েতে মোট ২৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে কমলাপুর, টাঙ্গাইল ও জামালপুর রেলস্টেশনে ৩টি ট্রেনে আগুন দেওয়া হয়।
আরও পড়ুন: সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন গ্রেপ্তার
এ সময় ঢাকা মেট্রোপলিটন এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর মধ্যে রমনা থেকে দুইজন, বংশাল থেকে দুইজন, মুগদায় চারজন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে দুজন, মোহাম্মদপুর থেকে একজন, পল্লবী থেকে আটজন, কাফরুল থেকে একজন, গুলশান থেকে পাঁচজন, ক্যান্টনমেন্ট থেকে একজন, খিলক্ষেতে দুজন ও উত্তরা পূর্ব থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়াদের অনেকেই জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ভাঙচুর ও নাশকতার মতো সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দেশব্যাপী অগ্নিসংযোগের ঘটনার তথ্য দিয়ে অগ্নিসংযোগকারীদের ধরতে সহায়তা করলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে।
আরও পড়ুন: ৬ষ্ঠ অবরোধ কর্মসূচি: সারা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪২৮ টহল দল মোতায়েন
১ বছর আগে