ঝুলান্ত লাশ
যশোরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলান্ত লাশ উদ্ধার
যশোরে মমতাজ খাতুন (২৪) নামে অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মমতাজ খাতুন তেঁতুলিয়া গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। স্থানীয় বাজারে শিমুলের চায়ের দোকান রয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে অন্তঃসত্ত্বাকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
এলাকাবাসী জানান, ৮ বছর আগে ভালোবেসে বিয়ে করেন মমতাজ ও শিমুল। তাদের চার বছরের একটি মেয়ে রয়েছে। গ্রামে অন্য নারীর প্রতি আগ্রহের বিষয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এদিকে, মমতাজ ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
শিমুল হোসেন বলেন, ‘আমি বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরে রাতের খাবার শেষে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাতে আমার মোবাইল ফোন ঘাটাঘাটি করেন মমতাজ খাতুন। এরপর বৃহস্পতিবার সকালে মেয়েটি ঘুম থেকে জেগে মাকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে আমাকে ডেকে তোলে। পরে ওড়না দিয়ে গলা পেঁচানো অবস্থায় স্ত্রীর লাশ নিচে নামাই।’
ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার বলেন, ‘স্বজনদের দাবি- স্বামী-স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু কোনো কারণ ছাড়াই ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করতে পারেন না। তাই ময়নাতদন্তের জন্য আমরা লাশ মর্গে পাঠিয়েছি।’
আরও পড়ুন: বাগেরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরে ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
১ বছর আগে