ভারতীয় দম্পতি
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় দম্পতি নিহত
সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে জেলা সদরের তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে।
নিহতরা হলেন, ভারতের শিলিগুড়ি এলাকার অসিম কুমার বিশ্বাস (৫৯) ও ছবি বিশ্বাস (৪৮) ।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজিব। চালকের বাড়ি খুলনার ফুলবাড়ী এলাকায়।
স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি দুইজন যাত্রী (ভারতীয় নাগরিক) নিয়ে খুলনা হতে সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সাতক্ষীরার তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টার্সের সামনে পৌঁছালে বিপরীতগামী (খুলনা গামী) একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান।
আরও পড়ুন: সাতক্ষীরায় পুলিশের উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার
গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, ‘মারা যাওয়া দুইজনকে মর্গে পাঠানো হয়েছে এবং আহত চালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘অসিম বিশ্বাস খুলনা-মোংলা রেলনলাইন প্রকল্পের উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তারা দুইজন খুলনা থেকে ভোমরা স্থল বন্দর দিয়ে ভারতে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন তারা।’
আরও পড়ুন: সাতক্ষীরায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
সাতক্ষীরায় ২০টি স্বর্ণের বার জব্দ, আটক ২: বিজিবি
১ বছর আগে