অডিও ক্লিপ
চালক নিয়োগ: অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় ইবি ছাত্রলীগ সভাপতির জিডি
বুধবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাত এবং অপর এক ব্যক্তির মধ্যে কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হওয়ায় শুক্রবার রাতে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) এ বিষয়ে ইবি ছাত্রলীগের সহসভাপতি মুন্সী কামরুল হাসান অনিক সাধারণ ডায়েরি করেন বলে জানান ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন্নুর জায়েদ বিপ্লব।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান ওসি।
বুধবার রাতে শানজিদা আক্তার তানিয়া নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা অডিও কথোপকথন অনুসারে, ৩ সেপ্টেম্বর ক্যাম্পাসে চালক হিসেবে নিয়োগ পাওয়া মিলনকে টাকা দিতে বলতে শোনা যায় আরাফাতকে। তাদের চুক্তি অনুযায়ী মিলনের টাকা দেওয়ার কথা থাকলেও তিনি সময়মতো পরিশোধ করেননি।
বৃহস্পতিবার ইবি ক্যাম্পাস পেজ থেকে শেয়ার করা অডিও কথোপকথনে আরাফাতকে ২০ লাখ টাকা দেওয়ার জন্য ফোনে এক ব্যক্তিকে চাপ দিতে শোনা গেছে।
শুক্রবার রাতে ইবি ক্যাম্পাস পেজ থেকে শেয়ার করা আরেকটি অডিও কথোপকথনে শোনা যায়, আরাফাত ও ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের মধ্যে ফোনে কথা কাটাকাটি হচ্ছে। যেখানে টাকা ভাগাভাগি নিয়ে তারা একে অপরের সঙ্গে কথা বলছিলেন।
আরও পড়ুন: ইবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১২
আরাফাত এই ধরনের নিয়োগ সংক্রান্ত অনিয়মের সঙ্গে জড়িত থাকলে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে তার শাস্তি দাবি করেন ইবি শাখার অনেক কর্মী।
যোগাযোগ করা হলে ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাত বলেন, সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া অডিও কথোপকথন এডিটেড এবং এ ধরনের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।
ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, একটি মহল এডিটেড অডিও ক্লিপ ছড়িয়ে দিয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে।
এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত ইবির উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালামের সঙ্গে বিভিন্ন ব্যক্তির কথোপকথনের মোট ১৪টি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
গত ১৭ ফেব্রুয়ারি ইবির ভিসি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চাকরিপ্রার্থীর মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান এবং একজন ঠিকাদারের মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন: ইবি ছাত্রলীগের সাবেক কর্মীসহ ৩ শিক্ষার্থী বহিষ্কার
ইবিতে নিয়োগে অনিয়ম: ভিসির বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
১ বছর আগে