সাড়ে ৩ কেজি
কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ
কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: খুলনায় কোকেনের মামলায় একজনকে মৃত্যুদণ্ড, ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
শনিবার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কোকেন জব্দ করা হয়।
কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া থেকে যাত্রীবাহী বাসে করে কোকেনের একটি চালান কক্সবাজারে পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন জব্দ করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ১৮০০ গ্রাম কোকেন জব্দ, ভারতীয় নারী আটক
চট্টগ্রাম বন্দরে কোকেন জব্দ: মামলার চার্জ গঠন ১০ নভেম্বর
১ বছর আগে