বাড়ির পুকুর
ফটিকছড়িতে পুকুরে ডুবে মারা গেল ২ শিশু
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে তাবাসসুম (৯) ও ওয়াজিহা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হিরা গাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুতুবদিয়ায় ৩ ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নিহত দুই শিশুর মধ্যে তাবাসসুম ওই এলাকার মৃত আজম খানের মেয়ে এবং তার বান্ধবী ওয়াজিহা জাহানপুর আব্দুর রশিদ সওদাগর বাড়ির মো. নাছিরের মেয়ে।
বক্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোবারক আলী বলেন, তাবাসসুমের বাবা ৪০ দিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। আজ চল্লিশা ফাতিহার আয়োজন ছিল বাড়িতে।
তিনি আরও বলেন, পরিবারের আত্মীয়-স্বজনরা এসেছিলেন সেখানে। দুপুরে বাড়ির লোকজন তাবাসসুম ও ওয়াজিহাকে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদের দুজনকে ভাসতে দেখে স্বজনরা।
তিনি বলেন, সেখান উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। লাশ বাড়িতে নিয়ে আনা হয়েছে। দাফনের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: গাজীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
১ বছর আগে