নিহত ১৫
সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
সাতক্ষীরা, চট্টগ্রাম, গাজীপুর, ফেনী, রাজশাহী, মানিকগঞ্জ ও লালমনিরহাট জেলায় শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুই নারী, আট মাস বয়সী এক শিশু, একজন পুলিশ কনস্টেবল, দুই জন ভারতীয় নাগরিক এবং তিনজন শ্রমিক রয়েছেন।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সাতক্ষীরা সদর উপজেলার তালতলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির অসীম কুমার বিশ্বাস (৫৯) ও ছবি বিশ্বাস (৪৮)।
তিনি খুলনা-মোংলা বন্দর রেললাইন প্রকল্পের উপ-ব্যবস্থাপক ছিলেন। ভোমরা স্থলবন্দর দিয়ে তিনি ভারতে যাচ্ছিলেন।
এদিকে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার তালবাড়িয়া বিসিক সড়কে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরির ধাক্কায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের তিন শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- আলমগীর ওরফে আলম (৪৫), শফিকুল ইসলাম (৪২) ও মাসুদ মিয়া (৩৫)।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের পূর্ব পাশে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইন বসানোর কাজ করছিলেন চার শ্রমিক।
গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় লরির ধাক্কায় পুলিশের একটি ভ্যান উল্টে গেলে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
নিহত বিতান বড়ুয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
অন্যদিকে, ফেনীর ফুলগাজী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আট মাসের শিশুসহ দুইজন নিহত এবং একই পরিবারের চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- কুমিল্লার ফুলগাজী উপজেলার হরিপুসকার্নি গ্রামের অটোরিকশা চালক সাইফুল ইসলাম (২২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আনাস (৮ মাস)।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত, এসআইসহ আহত ২
আহতরা হলেন- শিশুটির বাবা আকরাম হোসেন, মা জান্নাতুল মুন্নি, ভাই হাশিম বিন আকরাম ও নানা জামাল উদ্দিন।
কিছুদিন আগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে পরিবার নিয়ে ফুলগাজী উপজেলার পুবরো বসন্তপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান আকরাম।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় দিনের সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এসময় উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত এবং একজন আহত হন।
নিহতরা হলেন- ইনসাব আলী (৭৫), তার ছেলে আইয়ুব আলী (৩৮), বোন পারভীন (৩৫), পারভীনের মেয়ে শারমিন (১৭) ও অটোরিকশাচালক মোকলেস আলী (৪৫)।
নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রাম থেকে চিকিৎসার জন্য রাজশাহী শহরে যাচ্ছিলেন ওই পরিবারের চার সদস্য।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোরশেদপুর এলাকার বাসিন্দা বলে শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মসজিদের ইমাম আবিজ উদ্দিন মুন্সী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির দুর্ঘটনায় ইমামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় দম্পতি নিহত
১ বছর আগে