২৩০ প্লাটুন
অবরোধের দ্বিতীয় দিনে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় গতকালের মতো সারাদেশে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে আধাসামরিক বাহিনীর
সদস্যরা দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো এই অবরোধের ডাক দেয়।
অবরোধে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে এবং রাস্তার কর্মসূচিতে জনসাধারণের কম সাড়া পড়েছে।
১ বছর আগে
৪৮ ঘণ্টার অবরোধ: সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৩০ টহল দল মোতায়েন
ঢাকা, ২৬ নভেম্বর (ইউএনবি)- বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ অবরোধের প্রথম দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি’র এই কর্মকর্তা জানান, বাকি ২০২ প্লাটুন বিজিবি অন্যান্য বাহিনীর পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলোর অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে আধাসামরিক বাহিনীর সদস্যরা দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্ব পালন করছেন।
ইতোমধ্যে ঢাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৪৫টিসহ দেশের বিভিন্ন স্থানে ৪৩০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেন, দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করছে র্যাব।
আরও পড়ুন: ৬ষ্ঠ অবরোধ কর্মসূচি: সারা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪২৮ টহল দল মোতায়েন
তিনি বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা রোধে বাসস্ট্যান্ড, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের কর্মকর্তারা নিবিড় নজর রাখছেন।’
নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো এই অবরোধের ডাক দেয়।
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের জন্য চাপ সৃষ্টি করতে বিরোধী দলগুলো ইতোমধ্যে ৬ দফায় অবরোধ পালন করেছে।
আরও পড়ুন: ৬ষ্ঠ অবরোধ: সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৩২ টহল দল মোতায়েন
১ বছর আগে