পিকআপের সঙ্গে সংঘর্ষে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
দিনাজপুরের পার্বতীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত ভ্যানের ২ যাত্রী নিহত এবং ৩ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হলদীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবর্তীপুরের চন্ডিপুর ইউনিয়নের মন্ডল পাড়ার মজিদ সরকার এবং লালু।
আরও পড়ুন: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ৬ জন যাত্রী নিয়ে একটি চার্জারভ্যান পার্বতীপুর বাজার থেকে মন্ডলপাড়া যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে হলদীবাড়ি এলাকায় রওশন পেট্রোল পাম্পের সামনের সড়কে সংঘর্ষ ঘটে।
তিনি বলেন, এতে দুর্ঘটনাস্হলে মজিদ সরকার ও লালু নিহত হন। আহত ভ্যানের তিন যাত্রীকে স্হানীয় স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
চালক পালিয়ে গেছে এবং পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
১ বছর আগে