নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
বরিশালে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
বরিশাল নগরী থেকে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর জর্ডন রোড এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
নিহত ইশরাত জাহান (৩০) একই এলাকার আওলাদ হোসেনের স্ত্রী। তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ সদস্যরা জানান, নিহতের স্বামী আওলাদ হোসেন একজন ছাপাখানার কাঁচামাল ব্যবসায়ী।
আরও পড়ুন: বগুড়ায় ময়লার ভাগাড়ের পাশ থেকে লাশ উদ্ধার
নিহতের স্বজনরা জানান, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন স্ত্রী ইশরাত জাহান। এ সময় অন্যদিক থেকে শব্দ পেয়ে তার স্বামী আওলাদ হোসেন সেখানে যান। তিনিও একটি চিৎকার দিলে ঘরের অন্যান্য সদস্যরা সেখানে গিয়ে ইশরাত জাহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে ওই ভবনের অন্যান্যদের সহযোগিতায় তাকে হাপাতালে নেওয়া হলে চিকিৎসক ইশরাত জাহানকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার আলী আশরাফ বলেন, ‘বিষয়টি দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থেকে যুবক ও কিশোরীর লাশ উদ্ধার
১ বছর আগে