মেয়েদের বিরুদ্ধে
বাবাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ মেয়েদের বিরুদ্ধে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বাবাকে মৃত দেখিয়ে জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার মেয়েদের বিরুদ্ধে।
উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাডি় গ্ৰামে এ ঘটনা ঘটেছে।
রবিবার (২৬ নভেম্বর) সংবাদকর্মীদের কাছে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী বাবা আবুল কাশেম।
এ বিষয়ে ভুক্তভোগী আবুল কাশেম (৭০) কুড়িগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা যায়, মো. আবুল কাশেম পৈতৃক সূত্রে পাওয়া তার ৮৯ শতক জমিতে দীর্ঘ দিন ধরে চাষাবাদ করে আসছেন। কৃষি কাজ করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। তিনি পাঁচ মেয়ে। মেয়েদের বিয়েও দিয়েছেন তিনি।
আরও পড়ুন: যশোরে সোনা চোরাচালান মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
জানা যায়, ফুলবাড়ী সাব রেজিস্ট্রার অফিসের এক দলিল লেখকের মাধ্যমে বাবাকে মৃত দেখিয়ে তার মেয়ে শেফালী বেগম, শাহিনা বেগম, রোশনা বেগম, সেলিনা বেগম ও জোসনা বেগম ৯ শতক জমি প্রায় ৫ বছর আগে মাহমুদ নামে এক প্রতিবেশীর কাছে বিক্রি করে দেন।
আবুল কাশেম বলেন, আমি আমার জীবদ্দশায় স্ত্রী ও মেয়েদের কোনো জমি হস্তান্তর করিনি। প্রতিবেশী দলিল লেখক ফজলুল হক ও আমার মেয়েরা আমাকে মৃত দেখিয়ে ৯ শতক জমি বিক্রি করেছে মাহমুদ নামে একজনের কাছে।
তিনি বলেন, আমি এর সুষ্ঠু বিচারের জন্যে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। আমি এর বিচার চাই।
বিষয়টি জানতে কাশেম আলীর মেয়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ফুলবাড়ী উপজেলার দলিল লেখক ফজলুল হক বলেন, কাশেম আলী ২০১৫ সালে তার জমি মেয়েদের লিখে দিয়েছেন।
তিনি আরও বলেন, মেয়েরা সেই জমি বিক্রি করেছে। সব ডকুমেন্টস আমার কাছে রয়েছে। অযথা হয়রানি করার জন্য তিনি এসব অভিযোগ বিভিন্ন স্থানে দিচ্ছেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, এরকম একটি অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টি জমিজমা সংক্রান্ত আমি তাকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে দোকান কর্মচারীকে খুন, ২ যুবক আটক
যশোরে ১৬৫ রাউন্ড গুলি-অস্ত্র-মাদক জব্দ, গ্রেপ্তার ২
১১ মাস আগে