মো. মুজিবুল হক চুন্নু
অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ইসি তার কথা রাখবে: জাপা
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তারা আশাবাদী।
অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কথা তারা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে অত্যন্ত উদগ্রীব হয়ে উঠেছে।’
রবিবার (২৬ নভেম্বর) সকালে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় মুজিবুল হক বলেন, যারা দলকে সমর্থন করেন তারা দলের মনোনয়ন ফরম নিয়েছেন এবং তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। তাদের মধ্য থেকে মনোনয়ন বোর্ড ঠিক করবে কারা টিকিট পাবে।
আরও পড়ুন: জনগণের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে জাপা: চুন্নু
আগামীকাল বিকালে প্রার্থী তালিকা ঘোষণার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মুজিব বলেন, জাপা প্রায় ৩০০ আসনে মনোনয়ন ফরম বিক্রি করেছে।
আজ সকাল ১১টা থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে সাক্ষাৎকার সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও কাজী ফিরোজ রশীদসহ আরও অনেকে।
আরও পড়ুন: মূল চ্যালেঞ্জ হলো ভোটারদের ভোটকেন্দ্রে আনা: জাপা মহাসচিব চুন্নু
জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই: মুজিবুল হক চুন্নু
১১ মাস আগে