৪৮ ঘণ্টার
শিথিলতায় চলছে ৪৮ ঘণ্টার অবরোধ
এক দফা দাবিতে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী সর্বশেষ ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ সকালে রাস্তায় নিয়মিত যানবাহন চলাচলসহ শিথিলভাবে চলছে।
গতকাল রবিবার সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।
আরও পড়ুন: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছেএ নিয়ে গত ৩১ অক্টোবর থেকে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো জনসাধারণের তেমন সাড়া ছাড়াই সাতটি অবরোধ পালন করছে।
উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা সত্ত্বেও ঢাকার রাস্তায় গণপরিবহন ও যাত্রীদের উপস্থিতি আগের অবরোধের তুলনায় বেশি বলে মনে হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৩০০ আসনের মধ্যে ২৯৮ জন প্রার্থীর নাম ঘোষণার পর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা গেছে।
গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন এ অবরোধের আওতাবহির্ভূত থাকবে।
সকাল ৮টা ৪৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্বৃত্তরা নাটোরের একটি গ্যাস রিফুয়েলিং স্টেশনে তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধ: সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৩০ টহল দল মোতায়েন
১১ মাস আগে