ভুয়া পুলিশ
ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়কালে ভুয়া পুলিশ আটক
মাদারীপুরের রাজৈরে পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সময় শাহিন শেখ নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। শাহিন শেখ উপজেলার বৌলগ্রামের শাহ আলম শেখের ছেলে।
আরও পড়ুন: রাজধানীর মিরপুরে বিআরটিসির বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক ৩
পুলিশ জানায়, শনিবার রাতে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় পুলিশ পরিচয় দিয়ে একাধিক লোকজনকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলেন শাহিন।
এসময় বিষয়টি সাধারণ মানুষের সন্দেহে হলে তাকে আটক করে থানায় খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশ পরিচয় দানকারী শাহিন শেখকে আটক করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটককৃত শাহিনের কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড ও একটি মোবাইল জব্দ করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি-ডাকাতির মামলাসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: মাগুরায় ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ: আটক ১
যশোরে লাঠির আঘাতে নারীর মৃত্যু, প্রেমিক আটক
১১ মাস আগে