৫০০ টাকা
৫০০ টাকা নিয়ে দ্বন্দ্ব, মারামারিতে নিহত ১
৫০০ টাকা নিয়ে দ্বন্দ্বে কুমিল্লার চান্দিনায় মারামারিতে একজন নিহত হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) লক্ষ্মীপুর নতুন বাংলা বাজারে ঘটনাটি ঘটে।
নিহত মো. হোসেন (৭৫)। তিমি চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের পশ্চিম কৈলাইন গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, মো. হোসেন বাজারে দুটি রাজহাঁস বিক্রি করেন। এসময় স্থানীয় সবুর নামে এক ব্যক্তি হাঁস বিক্রির টাকা থেকে ৫০০ টাকা জোর দালালি হিসেবে রেখে দেন।
আরও পড়ুন: ময়মনসিংহে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার পুকুরে পড়ে নিহত ২, আহত ৪
এই ঘটনার দুই-তিন দিন পর বিক্রেতা হোসেনের ছেলে বোরহান ওই সবুরকে বাজারে পেয়ে ৫০০ টাকা ফেরত দিতে বলে। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
সোমবার দুপুরে লক্ষ্মীপুর নতুন বাংলা বাজারের একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিল বোরহান। এসময় কৈলাইন গ্রামের আমান আলীর ছেলে ইদ্রিস মিয়া ও জামালের ছেলে মোক্তার হোসেন, লক্ষ্মীপুর গ্রামের আবদুল খালেকের ছেলে মনির হোসেন মিলে পুরোনো ঘটনার জের ধরে বোরহানকে মারধর শুরু করে।
উভয় পক্ষের আরও লোকজন এসে মারামারিতে জড়িয়ে পরে। খবর পেয়ে মো. হোসেনও ঘটনাস্থলে আসে। এসময় মো. হোসেন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা মো. হোসেনকে পার্শ্ববর্তী কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এদিকে ওই ঘটনায় নিহতের ছেলে মো. বোরহান ও মো. হানিফসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। অপরদিকে খবর পেয়ে সোমবার বিকেলে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি দালালির ৫০০ টাকা নিয়েই ঝামেলা পাকিয়ে মারামারি হয়।
তিনি আরও বলেন, তবে নিহত মো. হোসেনের গায়ে কোনো আঘাতের দাগ নেই। আমরা লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা প্রাথমিক তদন্ত করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
১১ মাস আগে