শাহাদাত
সিলেট টেস্ট: নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, শাহাদাতের অভিষেক
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
১০২তম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্যাপ (অভিষেক) পেলেন ২১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু। ২২টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে তিনি প্রায় ১ হাজার ৪০০ রান সংগ্রহ করেন, যার মধ্যে দু’টি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে।
তামিম ইকবাল, সাকিব আল হাসান ও লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশ একাদশে অপেক্ষাকৃত নতুন কিছু মুখকে বেছে নিয়েছে।
একমাত্র পেসার শরীফুল ইসলামের পাশাপাশি থাকছেন ৩ স্পিনার- মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
আরও পড়ুন: সিলেটে বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড টেস্টের টিকিটের মূল্য প্রকাশ
এই টেস্টটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং ২০১৮ সালের পর থেকে সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্ট।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন
নিউ জিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, টিম সাউদি (অধিনায়ক), কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ: ট্রফি ছাড়াও ৪ মিলিয়ন ডলার প্রাইজ মানি পাবে চ্যাম্পিয়নরা
আইসিসি বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া
১ বছর আগে