১৯ যাত্রী উদ্ধার
৯৯৯-এ ফোন: সুন্দরবনে বিকল নৌকার ১৯ যাত্রী উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে সুন্দরবনে বিকল হয়ে পড়া ইঞ্জিনচালিত নৌকা থেকে ১৯ যাত্রীকে উদ্ধার করেছে নৌপুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) ৯৯৯-এর কলটেকার কনস্টেবল প্রিন্স খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ৯৯৯ নম্বরে সাকিবের কল, দুর্ঘটনা থেকে রক্ষা
জানা যায়, সোমবার বিকালে সুন্দরবনের আম্বারিয়া পয়েন্ট কোকিলমনি ফরেস্ট রেঞ্জের মরজাত নদীর আগুনজ্বালা মুখ থেকে উৎসবমুখর রায় নামে একজন কলার ৯৯৯-এ নম্বরে ফোন করে জানান, তারা ১৯ জন পূণ্যার্থী দুবলার চরে রাসমেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় পথে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। এখন তাদের নৌযান নদীতে বিকল অবস্থায় ভাসছে।তিনি তাদের উদ্ধারের ব্যবস্থা করার অনুরোধ জানান।
কলটেকার কনস্টেবল প্রিন্স খান তাৎক্ষণিকভাবে নৌপুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, বাগেরহাটের চাঁদপাই নৌথানা এবং বনবিভাগ রেঞ্জ অফিসে ঘটনাটি জানায়।
পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই আনিসুর রহমান কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে বনবিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বিকল নৌযান থেকে ১৯ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।
বনবিভাগ উদ্ধারকারী দলের নেতৃত্ব দে্রয়া ফরেস্ট অফিসার আব্দুস সালাম ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।
আরও পড়ুন: ৯৯৯-এ ফোন: নোয়াখালীতে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার
এলপিজির দাম আবার কমল, ১২ কেজি সিলিন্ডারের দাম ৯৯৯ টাকা
১ বছর আগে