সুবর্ণচর এক্সপ্রেস
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সুবর্ণচর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে মো. শামীম নামের একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু
শামীম মাদারীপুর জেলার সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাবাড়ি গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে নোয়াখালী অভিমুখী সুবর্ণচর এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলার ভাতশালা স্টেশন অতিক্রম করার সময় শামীম ট্রেনে কাটা পড়ে।
তিনি বলেন, পুলিশ শামীমকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শামীমের লাশ রেলওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক রোগী নিহত
১১ মাস আগে