২৪ ঘণ্টার
বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ চলছে, ভোরে বাসে আগুন
বিএনপির ডাকা সর্বশেষ ২৪ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ চলছে। অবরোধ সত্ত্বেও বুধবার (২৯ নভেম্বর) সকাল থেকে ঢাকায় স্বাভাবিক যান চলাচল লক্ষ্য করা যাচ্ছে।
সরকারি ও বেসরকারি অফিসগুলোতে যথারীতি কার্যক্রম চলাকালীন সময়ে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে এবং অভিভাবকসহ অনেক শিক্ষার্থী তাদের চূড়ান্ত পরীক্ষার জন্য নিজ নিজ বিদ্যালয়ে যেতে দেখা গেছে।
এদিকে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
বিএনপির ডাকা চলমান ২৪ ঘণ্টা রেল, সড়ক ও নৌপথ অবরোধে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে আজ বুধবার দিনব্যাপী অবরোধ ও বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল ডেকেছে বিএনপি।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার লক্ষ্যে সরকারের উপর চাপ সৃষ্টি করতেই মূলত এই কর্মসূচি।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
১ বছর আগে