মাগুরা-১ আসন
মাগুরা-১ আসনে ১ লাখ ৪০ হাজার ভোটে নির্বাচিত সাকিব আল হাসান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান।
রবিবার(৭ জানুয়ারি) বিকাল ৪টায় সমাপ্ত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট রেজাউল হাসান পেয়েছেন ৪৫ হাজার ৯৩৩ ভোট।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জবাবে যা বললেন সাকিব
সকালে মাগুরার দড়িমাগুড়া স্কুল কেন্দ্রে বাবা মাসরুর রেজা ও বোন বৃষ্টিকে সঙ্গে নিয়ে ভোট দেন সাকিব।
সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য হলেও এবার দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচনে সাকিবকে সমর্থন দেন।
আরও পড়ুন: নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: ভোট দেওয়ার পর সাকিব
এছাড়া জাতীয় পার্টির সিরাজুস সায়েম সাইফ, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এম মোতাসিম বিল্লাহ সাকিব আল হাসানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন সাকিব
১১ মাস আগে
নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: ভোট দেওয়ার পর সাকিব
মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
রবিবার সকাল ৮টা ১ মিনিটে নগরীর দাড়ি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন।
শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেলে ভোটার সংখ্যা বাড়তে পারে বলে বিভিন্ন ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন: সাকিব আল হাসানকে নির্বাচন কমিশনের কারণ দর্শানোর নোটিশ
মাগুরা-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এই আসনে মোট ৪লাখ ৪৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে মাগুরা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বর্তমান সংসদ সদস্য আইনজীবী সাইফুজ্জামান শিখর।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন সাকিব
অন্যদিকে সকাল ১০টায় মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডক্টর শ্রী বীরেন শিকদার শালিখা উপজেলার সিংড়া স্কুল ভোটকেন্দ্রে তার ভোট দেন।
তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
সেনাবাহিনী বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর পাঁচ হাজার ৬৮ জন সদস্য এবং এর পাশাপাশি ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জবাবে যা বললেন সাকিব
১১ মাস আগে
মাগুরায় সাকিব আল হাসানকে অভ্যর্থনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করেছেন। আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি। মনোনয়ন পাওয়ার পর প্রথমবার নিজের এলাকায় এলেন সাকিব।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় সড়কপথে মাগুরা পৌঁছান সাকিব আল হাসান। এদিকে অভ্যর্থনা জানাতে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারও সমর্থক।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব
সেখানে মোটরসাইকেল ও মাইক্রোবাস বহর নিয়ে স্থানীয় নেতা-কর্মীরা সাকিবকে বরণ করে নেন। এসময় সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এখানে সাকিব আল হাসানকে ফুল দিয়ে অভ্যার্থনা জানান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিত।
সাকিবের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে রওনা দেন সাকিব। গড়াই সেতু এলাকায় জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সাকিবকে অভ্যর্থনা জানায়।
সেখান থেকে সাকিবের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান।
সেখানে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান— জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক আশরাফুল ইসলাম ও আব্দুল মান্নান, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জমিরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন— জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, মাগুরা ২ আসনের মনোনীত প্রার্থী বীরেন শিকদার এমপি, সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি।
দলীয় কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাকিব মাগুরা পৌর গোরস্থানে তার দাদা দাদির কবরে দোয়া করেন।
এ ছাড়া বৃহস্পতিবার তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দেবেন।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাশরাফি ও সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: মাগুরা-১ আসনে আ. লীগের মনোনয়ন পেলেন সাকিব
১ বছর আগে