৪৪২টি টহল দল মোতায়েন
হরতাল: ১৬১ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৪২টি টহল দল মোতায়েন
বিএনপির ডাকা দেশব্যাপী হরতাল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২২ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
এছাড়া যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ায় রাজধানীতে ১৪৬টি টহল দলসহ সারা দেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪৪২টি টহল দল মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ঢিলেঢালাভাবে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলোর অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে বিজিবি ও র্যাবের সদস্যরা দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আরও পড়ুন: বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল পালন করবে বিএনপি
১ বছর আগে