দায়ের কোপ
চট্টগ্রামে মেয়ের দায়ের কোপে প্রাণ গেল বাবার!
চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়ের দায়ের কোপে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পুটিবিলা সড়াই গ্রামের বলিরজোম এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহতের নাম আব্দুর রহমান (৫০) এবং আটক মেয়ের নাম হুমায়ারা আক্তার (২২)।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
স্থানীয় পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান, গরুকে ভুষি খাওয়ানোর মতো তুচ্ছ বিষয় নিয়ে মেয়ের সঙ্গে বাবার কথা কাটাকাটির জেরে মেয়ে দা দিয়ে পিতার ঘাড়ে কোপ মারেন। রক্তাক্ত আব্দুর রহমানকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে মেয়ে ও বাবার মধ্যে কথা কাটাকাটির জেরে মেয়ের দায়ের কোপে বাবার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ মেয়েকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
২৮ অক্টোবরে মহাসমাবেশ থেকে চট্টগ্রামের বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে মৃত্যু
১ বছর আগে