হরতাল
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের আশ্বাসে হরতাল প্রত্যাহার
সম্মেলন স্থগিত হওয়ার জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের হরতাল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় হরতাল প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান।
তিনি জানান, মহাসচিবের সুষ্ঠু সমাধানের আশ্বাসের কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে।
আজ (শনিবার) ভোর সাড়ে ৫টা থেকে ৬ ঘণ্টার হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থনকারীরা। এর ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারীরা। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: এ বছরই নির্বাচন চাচ্ছে বিএনপি-খেলাফত মজলিস
এর আগে, শুক্রবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে দেয় জেলা বিএনপি। এর জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ।
র্দীঘদিন পর উপজেলার ৮টি ইউনিনের মধ্যে ৪টি ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করেছিল উপজেলা বিএনপি। আজ দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপি। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা। এ সময় অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন তারা। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে হরতাল প্রত্যাহার করে নেন তারা।
৭৫ দিন আগে
হরতালে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি।
এই কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও যাত্রীর চাপ কম রয়েছে।
তবে পুলিশের দাবি, রবিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় শনিবার যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। সে কারণে যানবাহনের চাপ কম রয়েছে।
আরও পড়ুন: হরতালের দ্বিতীয় দিন: সিলেটে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
শনিবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সাইনবোর্ড এলাকায় সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সকাল থেকেই অল্প সংখ্যক দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে। মহাসড়কে আঞ্চলিক যানবাহনই বেশি। তবে যাত্রীর অভাবে এসব যানবাহনগুলোকেও দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে জরুরি কাজ ছাড়া এদিন কাউকেই চলাচল করতে দেখা যায়নি। অধিকাংশ দূরপাল্লার বাস বন্ধ থাকায় টিকিট কাউন্টারগুলোতে সুনসান অবস্থা বিরাজ করতে দেখা গেছে।
আরও পড়ুন: শনিবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির
জাহাঙ্গীর মিয়া নামে এক চাকরিজীবী জানান, অফিস বন্ধ থাকায় চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে বের হয়েছিলাম। এসে দেখি মহাসড়কে চট্টগ্রামের অধিকাংশ বাসই বন্ধ রয়েছে। কিছু দূরপাল্লার বাস দেখা গেলেও তা কুমিল্লা পর্যন্ত চলাচল করে।
রিয়াজুল হাসান নামে আরেক যাত্রী জানান, জরুরি কাজে ঢাকায় যাব তাই বের হয়েছিলাম। বাস পেলেও যাত্রী না থাকায় বাস এখনো ছাড়েনি। কখন গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারব তা জানি না।
মনির হোসেন নামে এক টিকিট বিক্রেতা জানান, শনিবার নির্বাচনের আগের দিন হওয়ায় যাত্রী কম রয়েছে। আবার শুক্রবার রাতে বিভিন্ন স্থানে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এইসব কারণে অধিকাংশ যানবাহনই চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: হরতালে ঢাকায় ২ বাসে আগুন
সাগর হোসেন নামে এক বাসচালক জানান, যাত্রী কম থাকলেও বাস নিয়ে বের হয়েছি। এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যায় পড়তে না হলেও মনে এক ধরনের ভয় কাজ করছে।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, শনিবার কী কারণে বাস চলাচল কম তা আমার জানা নেই। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
আরও পড়ুন: ২৮ অক্টোবর থেকে অবরোধ-হরতালে ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, রবিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় শনিবার যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি শনিবার অনেক অফিস বন্ধ থাকায় যানবাহনের চাপ কম রয়েছে। তবে মহাসড়কে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি। যেকোনো অরাজকতা ঠেকাতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।
৪৬৭ দিন আগে
শনিবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদে শনিবার সকাল থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি।
বিএনপির নতুন এই কর্মসূচি ঘোষণার ফলে হরতালের মধ্যেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, হরতাল শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে সোমবার সকাল ৬টায় শেষ হবে।
আরও পড়ুন: বরিশালে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণের সময় বিএনপির ৮ নেতা-কর্মী আটক
এর আগে আরেকটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, নির্বাচনের প্রতিবাদে শুক্রবার সারাদেশে মিছিল ও গণসংযোগ করা হবে।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বানের পক্ষে জনসমর্থন আদায়ের জন্যই তাদের এই কর্মসূচি।
রিজভী বলেন, নির্বাচনের মাত্র দুই দিন আগে শুক্রবার সমমনা অন্যান্য বিরোধী দলগুলোও একই ধরনের কর্মসূচি পালন করবে।
বিরোধী দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
এর আগে গত সোমবার গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করার দেওয়া হয়।
গত ২৪ ডিসেম্বর দলটি ২৬ ডিসেম্বর থেকে তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে। পরে এ কর্মসূচি তিনবার বাড়ানো হয়।
বর্তমান সরকারকে পদত্যাগ করতে এবং নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে গত বছরের ১০ ডিসেম্বর থেকে প্রায় ৩৬টি বিরোধী রাজনৈতিক দল ও কয়েকটি জোট যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ‘প্রহসনের’ নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পারবে না: মঈন খান
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে অন্য নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান।
তবে বিএনপি ও সমমনা দলগুলো গত ২৯ অক্টোবর থেকে ১২ দফায় ২৩ দিন এবং চার দফায় পাঁচ দিন দেশব্যাপী হরতাল পালন করে।
সবশেষে ২০ ডিসেম্বর অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিরোধী দলগুলো।
আরও পড়ুন: ৭ জানুয়ারির নির্বাচনের প্রতিবাদে শুক্রবার মিছিল ও গণসংযোগ করবে বিএনপি
৪৬৯ দিন আগে
রবিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল
রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালনে রংপুর মহানগরবাসীকে আহ্বান জানিয়ে সংগঠনগুলোর নেতারা।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক বার্তায় গণমাধ্যমকে হরতাল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: রংপুরে পরিচ্ছন্নতাকর্মীর সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব আইনজীবী মাহফুজ উন-নবী ডনের মুক্তির দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই হরতাল ডেকেছে।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল কর্মসূচি সফল করার জন্য রংপুর মহানগরবাসীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীকে অনুরোধ জানিয়েছে যুবদলের আহ্বায়ক নুরুন নবী চৌধুরী মিলন ও সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্যসচিব নুর হাসান সুমন এবং ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন ও সদস্যসচিব রবিউল ইসলাম।
এর আগে গত ২০ নভেম্বর নাশকতার মামলায় মহানগর বিএনপির সদস্যসচিব আইনজীবী মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।
এর আগে ২৯ অক্টোবর রংপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনও সদস্যসচিবসহ তিনজনকে আটক করা হয়। ওই দিন আরও ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: কুড়িগ্রাম-রংপুর রেললাইন থেকে বোল্ট চুরি
রংপুরে ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
৪৮০ দিন আগে
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের প্রতিবাদে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা দিনব্যাপী হরতাল চলছে।
সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ১১ দফায় অবরোধসহ ২৯ অক্টোবর থেকে বিরোধী দলগুলোর এটি চতুর্থ দফায় হরতাল কর্মসূচি।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টায়।
আরও পড়ুন: সোমবারের বদলে মঙ্গলবার হরতাল পালন করবে বিএনপি
অগ্নিসংযোগের আশঙ্কা সত্ত্বেও ঢাকার সড়কে গণপরিবহনসহ বেশ কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে।
হরতাল শুরুর ঠিক আগে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় এক শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।
ঢাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
শনিবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে হরতালের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হরতাল পালন ও সফল করার জন্য তিনি দেশবাসী, বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের সমর্থকদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: সোমবার বিএনপির হরতাল
২৮ অক্টোবর থেকে অবরোধ-হরতালে ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস
৪৮৫ দিন আগে
সোমবারের বদলে মঙ্গলবার হরতাল পালন করবে বিএনপি
বিএনপির পূর্ব ঘোষিত সোমবারের হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দিয়েছে দলটি।
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহের মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আরও পড়ুন: বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে এক জরুরি ভার্চুয়াল সংবা্দ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে সোমবারের সকাল-সন্ধ্যার হরতাল এ দিনের পরিবর্তে মঙ্গলবার পালিত হবে সারা দেশে।
২৯ অক্টোবরের পর থেকে এটি হবে বিরোধী দলের চতুর্থ দফার হরতাল। এর আগে এগারো দফায় অবরোধ পালন করেছে দলটি।
কুয়েতের ক্ষমতাসীন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ তিন বছরের রাজত্বের পর শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
আরও পড়ুন: সোমবার বিএনপির হরতাল
৭ সপ্তাহ পর বিজয় দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ
৪৮৭ দিন আগে
সোমবার বিএনপির হরতাল
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সারাদেশে হরতাল পালন করবে বিএনপি।
২৯ অক্টোবর থেকে এটি বিরোধী দলের চতুর্থ দফার হরতালের ডাক। এছাড়াও, বিএনপির ১১ দফা অবরোধ পালনের ফলে দেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনীতি ব্যাহত করেছে।
শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, সোমবার সকাল ৬টায় শুরু হয়ে ওই দিন সন্ধ্যা ৬টায় শেষ হবে হরতাল।
আরও পড়ুন: ৭ সপ্তাহ পর বিজয় দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ
রিজভী দেশবাসী এবং বিএনপি ও অন্যান্য বিরোধী দলের সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
তিনি বলেন, নতুন করে হরতাল কর্মসূচির উদ্দেশ্য হলো সরকারের ওপর চাপ সৃষ্টি করা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীদের মুক্তিদান।
আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো।
আরও পড়ুন: বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন
শনিবার নয়াপল্টনে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
৪৮৮ দিন আগে
২৮ অক্টোবর থেকে অবরোধ-হরতালে ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস
অক্টোবরের শেষ থেকে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল চলাকালে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট ২৬৭টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করেছে ফায়ার সার্ভিস।
বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) ওয়ারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকার শাহবাগ এলাকায় ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ১০ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গত দেড় মাসে অগ্নিসংযোগে ২৬৩টি গাড়ি ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাস ১৬২টি, ট্রাক ৪৪টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য ২৬টি যানবাহন রয়েছে।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধ: র্যাবের ৪১৮ টহল দল মোতায়েন
অক্টোবরের শেষ থেকে হরতাল-অবরোধে ২৫৩টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস
৪৯৬ দিন আগে
হরতাল: ১৬১ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৪২টি টহল দল মোতায়েন
বিএনপির ডাকা দেশব্যাপী হরতাল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২২ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
এছাড়া যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ায় রাজধানীতে ১৪৬টি টহল দলসহ সারা দেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪৪২টি টহল দল মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ঢিলেঢালাভাবে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলোর অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে বিজিবি ও র্যাবের সদস্যরা দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আরও পড়ুন: বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল পালন করবে বিএনপি
৫০৪ দিন আগে
ঢিলেঢালাভাবে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা দিনব্যাপী হরতাল শিথিলভাবে চলছে।
নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি।
সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।
গাজীপুরে দু’টি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল পালন করবে বিএনপি
অগ্নিসংযোগের আশঙ্কা সত্ত্বেও নগরীর রাস্তায় গণপরিবহনসহ বেশ কিছু যানবাহন চলাচল এবং ঢাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের বিরুদ্ধে প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবি জানাতে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিরোধী দলগুলো এই কর্মসূচি পালন করছে।
বিরোধী দলগুলো এখন পর্যন্ত ৮ দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে।
আরও পড়ুন: বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি
৫০৪ দিন আগে