বিজিবি প্রধান
নির্বাচনের আগে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি নিন: বিজিবি প্রধান
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় তার বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরে সিলেটের শ্রীমঙ্গল ও কুড়িগ্রামের সীমান্ত এলাকা পরিদর্শনকালে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
আরও পড়ুন: অবরোধের দ্বিতীয় দিনে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে সবসময় দেশের জন্য কাজ করার নির্দেশনা দেন।
এসময় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি প্রধান ময়মনসিংহ সেক্টর, সেখানে বিজিবির অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার, ময়মনসিংহ সেক্টর কমান্ডারসহ সংশ্লিষ্ট ব্যাটালিয়নের কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে ২.৬০ লাখ ইয়াবা ও ১.০৫ কেজি ক্রিস্টাল মেথ জব্দ: বিজিবি
হরতাল: ১৬১ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৪২টি টহল দল মোতায়েন
১ বছর আগে