৭ কোটি টাকা
সাতক্ষীরায় ৭ কোটি টাকার মাদক উদ্ধার
সাতক্ষীরার তলুইগাছায় চোরাকারবারিদের ফেলে যাওয়া প্রায় সাত কোটি টাকার মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
আরও পড়ুন: মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), ২ বোতল এলএসডি ও ৫ বোতল বিদেশি মদ।
আশরাফুল বলেন, তলুইগাছা বিওপির কেড়াগাছি সীমান্ত পিলার ১৩/৩-এস এর অভ্যন্তরে মজুমদার খাল নামক স্থানে চোরাকারবারিরা মাদকদ্রব্যগুলো ফেলে পালালে বিজিবি তা উদ্ধার করে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানান তিনি।
আরও পড়ুন: তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহজাহান রাজধানীতে গ্রেপ্তার
১ মাস আগে
বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৪
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৬ কেজি ৯৫৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এসময় চারজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) ও ঢাকা কাস্টমস হাউজ।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
আরও পড়ুন: সাভারে ৩ স্বর্ণের দোকান থেকে ৮০ তোলা স্বর্ণ লুট
আটকেরা হলেন- আলী হোসেন, জসিম উদ্দিন, লিটু মিয়া ও জুম্মন খান।
আলী হোসেন শনিবার ভোর ৫টায় দুবাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছান।
বাকি তিনজন ছয় ঘণ্টা আগে শুক্রবার রাত ১১টায় অন্য একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছান।
জিয়াউল হক জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই'র বরাত দিয়ে বলেন, অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেস্ট আকারে স্বর্ণ, বিস্কুট ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে।
তিনি বলেন, বিমানবন্দরে এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ অভিযান পরিচালনা করে। বিমানবন্দরে সন্দেহজনক গতিবিধির কারণে তারা যাত্রীদের চ্যালেঞ্জ করেছিল।
পরে তাদের উত্তরার হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করার জন্য পাঠানো হয় এবং তাদের মলদ্বারে স্বর্ণের বার পাওয়া যায়।
পরে তাদের কাছ থেকে প্রায় সাত কোটি টাকা মূল্যের সব স্বর্ণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
চুয়াডাঙ্গায় ৯৬টি স্বর্ণের বার জব্দ, আটক ১
১১ মাস আগে