চালক দগ্ধ
অবরোধ: গাজীপুরে ট্রাকে আগুন, চালক দগ্ধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রবিবার (৩ ডিসেম্বর) বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা অবরোধচলাকালে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ট্রাক পুড়ে গেছে এবং দগ্ধ হয়েছেন চালক।
তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা না গেলে স্থানীয়রা তাকে ও তার সহকারীকে পোড়া ট্রাক থেকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার চৌধুরী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলায় আজ ভোর সাড়ে ৫টায় চলন্ত একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা আরেকটি অবরোধ চলছে
তিনি আরও জানান, ‘মুহূর্তেই ট্রাকটিতে আগুন লেগে যায়। ট্রাকের সহকারী অল্পের জন্য বেঁচে গেলেও দগ্ধ হয়েছেন চালক।’
এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে শ্রীপুর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
আরও পড়ুন: বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রবিবার
১ বছর আগে