১৫৪ প্লাটুন বিজিবি
৪৮ ঘণ্টার অবরোধ: সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ অবরোধের দ্বিতীয় দিনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ঢিলেঢালাভাবে চলছে সর্বশেষ অবরোধ
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বাকি ১৩৪ প্লাটুন বিজিবি অন্যান্য বাহিনীর পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, অক্টোবরের শেষ দিক থেকে বিরোধী দলগুলোর অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে আধাসামরিক এই বাহিনীর সদস্যরা দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো এই অবরোধের ডাক দেয়।
আরও পড়ুন: নবম দফার অবরোধ: ১৬২ প্লাটুন বিজিবি, ৪৩৫ র্যাবের টহল দল মোতায়েন
১ বছর আগে