ডা. নাহিদ রশিদ
শিশুর ভবিষ্যৎ ও নারীর ক্ষমতায়নে বিনিয়োগ করলে আজীবন সুফল পাওয়া যায়: ডা. নাহিদ রশিদ
শিশুর ভবিষ্যৎ ও নারীর ক্ষমতায়নে বিনিয়োগ করলে আজীবন তার সুফল পাওয়া যায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডা. নাহিদ রশিদ।
তিনি বলেন, আগে জাতীয় মৎস্য নীতিতে ‘পুষ্টি’বিষয়ে কোনো উল্লেখ ছিল না। কিন্তু সূচনাকে ধন্যবাদ আমরা এখন নীতি সংশোধনে পুষ্টি অন্তর্ভুক্ত করেছি।
আরও পড়ুন: ঢাকার খাল-বিল ও নদীগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের ‘সূচনা- বাংলাদেশে অপুষ্টি চক্রের অবসান’প্রকল্পের সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাহিদ রশিদ বলেন, ‘খর্বকায়তার অনেকগুলো কারণ মোকাবিলা করতে সূচনা কাজ করেছে। পরিবারের খাদ্য নিরাপত্তা উন্নত করতে আমাদের আরও সহযোগিতার প্রয়োজন এবং এর জন্য বহু বিভাগের সহযোগিতা প্রয়োজন।’
তিনি বলেন, ‘সরকার দারিদ্র্য বিমোচন এবং স্বাস্থ্য খাতে পরিবর্তন আনতে আগ্রহী, যার জন্য সরকার, এনজিও ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।’
সমাপনী অনুষ্ঠানে সুচনা প্রকল্পের প্রধান প্রধান অর্জন সম্পর্কে কথা বলেন চিফ অব পার্টি-সুচনা ড. শাহেদ রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
এডউইন কোয়েককোয়েক, টিম লিডার, গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি।
আরও পড়ুন: হারনেট ফাউন্ডেশন ও ইইউ’র যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ ডিসাইডস: দ্য ইয়ুথ স্পিকস’
পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করবে সৌদি কোম্পানি
১ বছর আগে