১৯ কোটি টাকা
জয়পুরহাটে ৪ বছর ধরে জব্দ হওয়া ১৯ কোটি টাকার মাদক ধ্বংস
জয়পুরহাট সীমান্তে গত চার বছর ধরে জব্দ হওয়া আনুমানিক ১৯ কোটি টাকা মূল্যের মাদ্রকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে রোলার দিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে ৫ কোটি টাকার মাদক ধ্বংস
এ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি'র রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান।
এ সময় বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আজগর, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়া, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল-
এক লাখ ২৩ হাজার ২১৬ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ৫১০ বোতল বিদেশি মদ, ১৫৬ লিটার দেশি মদ, ৩৮৬ কেজি গাজা, ৪৩ হাজার ৬৪৯টি ইয়াবা, ২০ হাজার ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ ও সাত লাখ ৬৫ হাজার ৮৬৭টি নেশা জাতীয় ইনজেকশন।
আরও পড়ুন: দিনাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ধ্বংস
কক্সবাজারে ৩৯৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
১১ মাস আগে