চালকসহ ৩ জন আহত
নড়াইলে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন আহত
নড়াইল সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও শিশুসহ ৩ থেকে ৪ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের নাকসী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এক বাস যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার নাকসী এলাকায় পৌঁছালে যশোর থেকে লোহাগড়ার দিকে আসা এক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের চালক ও শিশুসহ ৩ থেকে ৪ জন আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ৩ থেকে ৪ জন আহত হয়েছেন।
বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
১ বছর আগে