হারনেট ফাউন্ডেশন
যুব সম্পৃক্ততা বিষয়ক আলোচনা সভা করেছে হারনেট ফাউন্ডেশন
হারনেট ফাউন্ডেশন এবং বাংলাদেশে ইইউ দূতাবাসের যৌথ উদ্যোগে 'বাংলাদেশ ডিসাইডস: দ্য ইয়ুথ স্পিকস' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে এটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হারনেট ফাউন্ডেশনের উপদেষ্টা মনির প্রধান, বিকেএমই'র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, এফবিসিসিআই'র গবেষণা শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ, রাইজের পরিচালক বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, ডেলভেস্তা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ও স্থপতি মোস্তফা খালিদ পলাশ, জোন্টার সভাপতি তেহমিনা এনায়েত, ইউরোপীয় ইউনিয়নের মিডিয়া অ্যান্ড ইনফরমেশন অ্যাডভাইজার তৌহিদ ফিরোজ, বিজিএমইএ ও এনভয় গ্রুপের পরিচালক ব্যারিস্টার শেরিন সালাম ঐশী, নেক্সটজেন গ্রুপের সিইও কামরুল হাসান, নিজের বলার মতো গল্পের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, শাহ ফতেহউল্লাহ টেক্সটাইলসের পরিচাল জোবায়ের তাসনিম আহমেদ, কাজী অ্যান্ড কাজীর মহাব্যবস্থাপক এস এম ইব্রাহিম মাহমুদ এবং বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল।
আরও পড়ুন: বাংলাদেশের জোন্টা ক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন
শিক্ষা সংস্কার, প্রযুক্তিগত উদ্ভাবন, বাংলাদেশে টেকসই উন্নয়ন এবং কর্মশক্তির ক্ষমতায়ন বিষয়ে আলোচনায় অংশ নেন আইইউবিএটি'র ৬ শিক্ষার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন হার্নেট গ্রুপের প্রতিষ্ঠাতা আলিশা প্রধান। আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের আলোচনায় নারী-পুরুষের সমতা নিয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া আরও কিছু বিষয় উঠে এসেছে, যেমন নিজেকে জানা, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন আইডিয়া উদ্ভাবন করা, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া।
আমি আশা করি, শিক্ষার্থীরা এসব আইডিয়া নিয়ে কাজ করবে এবং দেশ-জাতির জন্য অনেক ভালো কাজ করবে।
আরও পড়ুন: হারনেট ফাউন্ডেশন ও ইইউ’র যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ ডিসাইডস: দ্য ইয়ুথ স্পিকস’
১১ মাস আগে