বাংলাদেশ সমর্থন
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সমর্থন অব্যাহত রেখেছে: পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ মহাসচিবের অ্যাকশন ফর পিসকিপিং এজেন্ডার সাতটি অগ্রাধিকারের প্রতি বাংলাদেশ সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির মূলে আমাদের নীতিগত অবস্থান পথপ্রদর্শক হিসেবে কাজ করে। এই অবস্থান ধারাবাহিকভাবে শান্তির সংস্কৃতি প্রচার, শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখা এবং শান্তি প্রতিষ্ঠায় সহায়তাসহ জাতিসংঘের শান্তি প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশ নিতে আমাদের বাহিনীকে অনুপ্রাণিত করে।’
বুধবার (৬ ডিসেম্বর) ঘানার আক্রায় অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষী মন্ত্রী পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে প্যানেললিস্ট হিসেবে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
আরও পড়ুন: ডেনমার্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করা।
মোমেন বাংলাদেশের পক্ষে শান্তিরক্ষার অঙ্গীকার করেন।
এর আগে মোমেন আক্রায় হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে বৈঠক করেন।
উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: ভবিষ্যৎ স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশের পাশে আছে ভারত: রাষ্ট্রদূত প্রণয় ভার্মা
১ বছর আগে