অ্যানিমেল
বিনা কর্তনে দেশের ৪৮ প্রেক্ষাগৃহে 'অ্যানিমেল'
বিশ্বব্যাপী এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমেল'।
সন্দীপ রেড্ডির এই সিনেমা মুক্তি পায় শুক্রবার (১ ডিসেম্বর)। এরপর থেকেই বাংলাদেশেও মুক্তি নিয়ে আলোচনা চলছিল।
তবে সেটি মাঝে আটকেও যায়। শেষ পর্যন্ত আটকে রাখা গেল না, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেল 'অ্যানিমেল'।
দেশের ৪৮ প্রেক্ষাগৃহে চলবে এই সিনেমা। তবে পরবর্তী সপ্তাহে হল আরও বাড়বে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠান কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।
আরও পড়ুন: ভারতের চলচ্চিত্র উৎসবে ‘মেঘের কপাট’ পেল ৩ পুরস্কার
তিনি বলেন, 'বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। তাদের জমা দেওয়া সিনেমার কোনো অংশ বাদ দিতে বলেনি। প্রাথমিকভাবে ৪৮টি স্ক্রিনে সিনেমাটি দেখানো হবে, পরে আরও বাড়বে।'
এদিকে আরেক পরিবেশক কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, গ্লোবাল সংস্করণ (বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য) নয়, বাংলাদেশে মুক্তি পাবে ইউএই সংস্করণ (সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি) চলবে।
বলা হচ্ছে রণবীর কাপুরের এখন পর্যন্ত সেরা সিনেমা 'অ্যানিমেল'। একদিনে তার অভিনয় বিবেচনা করা হচ্ছে, অন্যদিকে বক্সঅফিসের ঝড়। এর আগেও এই বলিউড তারকার অনেক জনপ্রিয় সিনেমা থাকলেও 'অ্যানিমেল' সবকিছু ছাপিয়ে গেছে। এখন দেখার বিষয় বাংলাদেশের দর্শকের কাছে 'অ্যানিমেল' কতটা সাড়া ফেলে।
আরও পড়ুন: ওটিটিতে ঝড় তুলছে দিন-দ্য ডে!
১০ মাস আগে