বশেমুরকৃবি
বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহের তালিকায় গাজীপুরের বশেমুরকৃবি
দেশের দ্বিতীয় সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়সমূহের তালিকায় স্থান পেয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।
সম্প্রতি বিশ্ববিখ্যাত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াক কোয়ারেলি সায়মন্ডসে (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়সমূহের র্যাংকিং-২০২৪’-এ তথ্য জানা যায়।
বশেমুরকৃবির ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ড. আবু হাদী মো. আসাদুর রহমান জানান, গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিস: সাসটেইনেবিলিটি ২০২৪’- শিরোনামে বিশ্বের টেকসই বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশ করেছে কিউএস।
তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) অবস্থান। এরপর আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।’
তিনি বলেন, ‘সামাজিক ও পরিবেশগত ইম্প্যাক্ট সূচকে শীর্ষ ১ হাজার এবং প্রশাসনিক দক্ষতা সূচকে শীর্ষ ৬৭২তম অবস্থানে বিশ্বের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় অবস্থান করছে বশেমুরকৃবি (এশিয়াতে অবস্থান ৩৯০তম), যা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার তথা দেশের জন্য অত্যন্ত গর্বের।’
আরও পড়ুন: র্যাংকিংয়ে স্থান পেতে গবেষণায় যথার্থ পরিকল্পনা প্রয়োজন: ইউজিসি
তিনি আরও বলেন, ‘এর আগে বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী ব্যাপক গ্রহণযোগ্যতা পাওয়া টাইমস হায়ার এডুকেশন- ২০২৩ র্যাংকিংয়েও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে। এর আগে ২০২১ ও ২০২২ সালে পরপর দু’বার দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ সিমাগো র্যাংকিংয়ে শীর্ষ স্থান এবং ইউজিসি প্রণীত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত টানা তৃতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জনের পর নতুন এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গৌরব ও মর্যাদাকে আরও সমুন্নীত ও সূদৃঢ় করেছে।’
বিশ্ববিদ্যালয়ের এই অসামান্য অর্জনের জন্য ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে র্যাংকিং নিয়ে গঠিত বশেমুরকৃবি প্রমোশনাল টিমকে আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানান।
তিনি ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে এ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি আরও সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে এ ব্যাপারে সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: বিশ্ব র্যাংকিংয়ে স্থান পেতে ন্যাশনাল রিসার্চ কাউন্সিল প্রতিষ্ঠা করা হবে: ইউজিসি
উচ্চশিক্ষা সেবা নির্বিঘ্ন করার আহ্বান ইউজিসি’র
১ বছর আগে