মহড়া
সাইক্লোন মোকাবিলায় কক্সবাজারে এডুকোর মহড়া সম্পন্ন
কক্সবাজারে সংঘটিত ঘন ঘন সাইক্লোন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এই অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধির লক্ষ্যে স্পেনভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো কক্সবাজার জেলার উখিয়া উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত ৪টি মহড়া (মক ড্রিল)সম্পন্ন করেছে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় উখিয়া উপজেলা প্রশাসন, ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক কর্মসূচি (সিপিপি), ফায়ার সার্ভিস ইউনিট এবং সহযোগী সংস্থা স্কাসের সহযোগিতায় এডুকোর তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়া উপজেলা সংলগ্ন মাঠে একটি মহড়া সম্পন্ন হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব, সিপিপি’র ডেপুটি ডিরেক্টর হসানুল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
তাছাড়া, কক্সবাজারের উখিয়া উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পের বিপুল জনগোষ্ঠী এ মহড়াগুলো প্রত্যক্ষ করেছেন।
এই মহড়ায় সাইক্লোন ও অগ্নিকাণ্ডের সময় সাড়াদান ও আত্মরক্ষার জন্য করণীয়সমূহ অভিনয়ের মাধ্যমে দেখানো হয়।
উপস্থিত কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্র আহনাফুল কবীর হামীম বলেন, এরূপ মহড়া দেখালে আমরা ঘূর্ণিঝড়ের ব্যাপারে আরও বেশি সচেতন হতে পারব। বিপর্যয়ের সময় আমাদের কি করণীয় সে সম্পর্কে পরিবারকে জানাতে পারব।
আরও পড়ুন: এডুকো বাংলাদেশের ২৫ বছরপূর্তি উদযাপিত
উচ্চ ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পসমূহে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু, কিশোর-কিশোরীসহ সব মানুষের সুরক্ষা নিশ্চিতে এবং সাইক্লোন ভূমিধসসহ সব ধরনের দুর্যোগ মোকাবিলায় ক্যাম্প ও হোস্ট কমিউনিটির মাঝে প্রতিরোধ ও সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছে এডুকো কর্তৃপক্ষ।
প্রোগ্রামে উপস্থিত উখিয়া উপজেলার নিবার্হী কর্মকর্তা ইমরান হোসেন সজীব বলেন, যেহেতু কক্সবাজারে সাইক্লোন বা ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। সেক্ষেত্রে এ ধরনের উদ্যোগ সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা রাখি।
ভৌগলিক অবস্থান ও পরিবেশগত বিপর্যয়ের কারণে কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো প্রায়ই সাইক্লোন ও অগ্নি দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে।
উল্লেখ্য, চলতি বছর তিনটি সাইক্লোন, বেশ কয়েকটি নিম্নচাপ সংগঠিত হয়েছে এ এলাকায়। এছাড়া ছোট-বড় ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ক্যাম্পে।
উল্লেখ্য, এডুকো বাংলাদেশে কক্সবাজারসহ ১০টি জেলায় শিক্ষা, সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ প্রাকৃতিক বিপর্যয়ে করণীয় সম্পর্কে সচেতনতা তৈরির মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ- তরুণীদের জীবন মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: আস্থা ও নির্ভরতায় শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছরপূর্তি
১ বছর আগে