বেডিং কারখানা
চট্টগ্রামে বেডিং কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম মহানগরীর কালুরঘাটে কাদের বেডিং নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বিসিক শিল্প এলাকার জুট-ফাইবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কালুরঘাট এবং চান্দগাঁও স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে নগরীর চন্দনপুরা এবং বায়েজিদ স্টেশন থেকে আরও ৪টি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ফায়ার সার্ভিস এখনও কাজ করছে।
আরও পড়ুন: কুমিল্লায় স্টাফ বাসে আগুন
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, সকালে কালুরঘাট বিসিক এলাকায় কাদের ট্রেডিং নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পরবর্তীতে আগুন পুরো কারখানা ছড়িয়ে পড়ে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে আগুন, প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
১১ মাস আগে