৫ যুবক
‘ডাকাতির প্রস্তুতিকালে’ ৫ যুবক গ্রেপ্তার
নড়াইলে একটি বাড়িতে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে দাবি পুলিশের।
শুক্রবার দিবাগত রাতে কমলাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেপ্তার
গ্রেপ্তাররা হলেন, নড়াগাতি থানার মুরাদ মোল্যা, কয়রা থানার চরমুখা গ্রামের আব্দুর রউফ, ভোলা সদরের হনি কোরলিয়া গ্রামের মো. সবুজ, খুলনার খালিশপুরের মো. শুভ ও বরিশালের বাকেরগঞ্জ থানার কলশকাঠি গ্রামের মো. আবু সাঈদ মোল্যা।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে আউড়িয়া ইউনিয়নের কমলাপুর কুন্ডুপাড়ায় শ্যামা কুন্ডুর বাড়িতে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রত্যেকেই খুলনার বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে ভাড়া থেকে ডাকাতির কার্যক্রম চালাত। এদের কয়েকজনের নামে খুলনা, বাকেরগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
৪ মাস আগে
চট্টগ্রামে গরু চোর সন্দেহে ৫ যুবককে গণপিটুনি
চট্টগ্রামের বোয়ালখালীতে গরু চোর সন্দেহে পাঁচ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
শনিবার (৯ ডিসেম্বর) ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নে ঘটনাটি ঘটে এবং তাদের আটক করা হয়।
আরও পড়ুন: পাবনায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১
আহত আটক যুবকরা হলেন-
পশ্চিম শাকপুরা ৬ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে মো. জাবেদ হোসেন (৩২), ৩ নম্বর ওয়ার্ডের মো. লেদু মাঝির ছেলে মো. লিটন (৩১), শাকপুরা ইউনিয়নের ঘোষখীল গ্রামের মো. জামালের ছেলে ইমরান হোসেন বিজয় (২০) ও চৌকিদার মো. শহীদ হাসানের ছেলে ইবনূর হাসান (২১) এবং পশ্চিম গোমদণ্ডীর মো. ইউনুচের ছেলে মো. আসাদ (২৫)।
স্থানীয়রা জানান, ভোররাত ৩টার দিকে জ্যৈষ্ঠপুরা এলাকায় এক গোয়াল ঘরের তালা কেটে চোরের দল ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।
এসময় বাড়ির লোকজন টের পেয়ে বেরিয়ে এসে চিৎকার করেন। লোকজন এগিয়ে এলে চোরের দল দুটি সিএনজি অটোরিকশাযোগে পালাতে থাকে।
এলাকার শত শত লোকজন তাদের ধাওয়া দিয়ে একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে পাঁচ যুবককে গণপিটুনি দেন।
আরেকটি সিএনজি অটোরিকশা পালিয়ে যেতে সক্ষম হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, গণপিটুনিতে আহত পাঁচ যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, আহত পাঁচ যুবককে পুলিশ আটক করেছে।
তিনি আরও বলেন, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে ২ জনকে গণপিটুনি, মাইক্রোবাসে আগুন
গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
১ বছর আগে