বালুচাপা
জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে মানিক মিয়া (৫৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের অন্তর্গত চা বাগানসংলগ্ন নদীর তীরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: করতোয়া নদীতে বালুচাপায় শ্রমিকের মৃত্যু
নিহত শ্রমিক মানিক মিয়া উপজেলার মধ্য লাখেরপাড় গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মানিক মিয়াসহ আরও কয়েকজন শ্রমিক নদীর পাড়ে গর্ত থেকে বালু উত্তোলন করছিলেন। একপর্যায়ে বালুচাপা পড়েন মানিক মিয়া। এসময় তার সঙ্গে থাকা শ্রমিকরা উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, তিনি বয়স্ক বালু শ্রমিক ছিলেন। ঠান্ডাজনিত কারণে স্ট্রোকে তার মৃত্যু হতে পারে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
১ বছর আগে