ভিএফএস
বাংলাদেশসহ ১৪২ দেশে যুক্তরাজ্যের ভিসা সেবা দেবে ভিএফএস গ্লোবাল
বিদেশিদের যুক্তরাজ্যের ভিসা ও নাগরিকত্ব পরিষেবার দেওয়ার বৈশ্বিক চুক্তি পেয়েছে দেশটির সরকারের অংশীদার ভিএফএস গ্লোবাল।
বিশ্বের শীর্ষস্থানীয় ভিসা, পাসপোর্ট ও নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে জয়ের দীর্ঘ সারির সর্বশেষ পুরস্কার এটি।
আরও পড়ুন: ওমানের ভিসা পুনারায় চালুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ
২০২৪ সালে ভিএফএস গ্লোবাল বাংলাদেশসহ আফ্রিকা ও মধ্যপ্রাচ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপ, এশিয়া ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪২টি দেশে যুক্তরাজ্যের জন্য ২৪০টি ভিসা ও সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সার্ভিস (ভিসিএএস) কেন্দ্র স্থাপন করবে।
এসব কেন্দ্র সব ধরনের ভিসা আবেদনের পাশাপাশি কিছু জায়গায় যুক্তরাজ্যের পাসপোর্টের আবেদনও গ্রহণ করবে।
সম্মিলিতভাবে, নতুন এসব কেন্দ্র প্রতি বছর ৩ দশমিক ৮ মিলিয়ন আবেদনকারীকে সেবা দেবে বলে ধারণা করা হচ্ছে।
ভিএফএস গ্লোবালের প্রতিষ্ঠাতা ও সিইও জুবিন কারকারিয়া বলেন, ‘আমরা এই চুক্তি জিততে পেরে এবং বিদেশে যুক্তরাজ্যের সমস্ত ভিসা গ্রাহকদের পরিষেবা দেওয়ার সুযোগ পাওয়ায় রাষ্ট্রের সংশ্লিষ্ট কার্যালয়ের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বাড়াতে পেরে আনন্দিত।’
কারকারিয়া আরও বলেন, ‘আমরা নতুন জায়গায় কার্যক্রম শুরু করতে পেরে আনন্দিত। একই সঙ্গে গ্রাহকদের নির্বিঘ্ন, সহজ ও সুরক্ষিত ভিসা ও পাসপোর্ট প্রত্যাশীদের জন্য কাজ করতে পেরে উচ্ছ্বসিত। সব দেশের গ্রাহকদের শ্রেষ্ঠ মানের সেবা প্রদানে আমাদের নিবেদিত প্রচেষ্টার প্রমাণ এই জয়।’
ভিএফএস গ্লোবাল নতুন গ্রাহক ওয়েবসাইট ও ব্যক্তিগত পর্যায়ে অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে গ্রাহকদের ভ্রমণ উন্নত করতে এবং সুবিধা বাড়ানোর জন্য বিনিয়োগ করবে।
ভিএফএস গ্লোবাল শক্তিশালী পরিচয় পরীক্ষা বজায় রাখতে এবং ভিসা ও পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার সততা নিশ্চিত করতে তার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে।
সারাবিশ্বে ভ্রমণকারীদের জন্য জনপ্রিয় গন্তব্য যুক্তরাজ্য। এর মধ্যে ভারত, চীন, নাইজেরিয়া ও তুরস্ক থেকে সবচেয়ে বেশি আবেদন করা হয়।
ভিএফএস গ্লোবাল অস্ট্রেলিয়ার সঙ্গে গ্লোবাল বায়োমেট্রিক কালেকশন সার্ভিস ম্যান্ডেট এবং সুইডেনের সঙ্গে গ্লোবাল ভিসা সার্ভিস চুক্তি নবায়নের পরপরই এই জয় অর্জন করেছে।
আরও পড়ুন: কানাডার নাগরিকদের জন্য পুনরায় ই-ভিসা চালু করল ভারত
চট্টগ্রামে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের স্থানান্তর
১ বছর আগে