শাহপরাণ
সিলেটে এক ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটের শাহপরাণ থানাধীন চকগ্রাম থেকে কবির মিয়া (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রসীদ চৌধুরী।
আরও পড়ুন: বনশ্রীতে বিয়ের তিন দিন পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
কবির মিয়া জকিগঞ্জ উপজেলার পিলাকান্দী এলাকার মৃত কোরমান আলীর ছেলে।
তিনি শাহপরাণের চকগ্রামের সোহেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে কবির মিয়ার স্ত্রী তাকে রেখে চলে যান। ওই সময় থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ভোরের দিকে কবির মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আশেপাশের লোকজনের কাছ থেকে প্রায় সময় মাফ করে দেওয়ার জন্য বলে বিদায় নিতেন তিনি।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রসীদ চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তি করে আমরা তদন্ত করে দেখব।
আরও পড়ুন: গাজীপুরে জঙ্গল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
যশোরের মণিরামপুর থেকে যুবকের লাশ উদ্ধার
১ বছর আগে