৪ বছরের কারাদণ্ড
নাশকতার মামলায় বিএনপির ১১ নেতা-কর্মীকে ৪ বছরের কারাদণ্ড
পাঁচ বছর আগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা নাশকতার আরও একটি মামলায় বিএনপির ১১ নেতা-কর্মীকে পৃথক তিন ধারায় সাড়ে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রায় দেন।
আরও পড়ুন: নাশকতার মামলায় বিএনপির ২৯ নেতা-কর্মীর কারাদণ্ড
দণ্ডপ্রাপ্তরা হলেন- মামুন চৌধুরী, বিল্লাল হোসেন, অসীম ওরফে অসীম আকরাম, নুরুল ওরফে নূর হোসেন, শরীফ উদ্দিন ওরফে মামুন, আমিনুল ইসলাম, অহিদুল ইসলাম শাহীন, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান প্রান্ত, জয়নাল ও মীর মোহাম্মদ স্বপন।
এক ধারায় তাদের ৬ মাস, অপর দুই ধারায় দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৮ সালের অক্টোবর মাসে নাশকতার অভিযোগে গুলশান থানায় মামলাটি করা হয়।
আরও পড়ুন: নাশকতা মামলায় বিএনপির ২৫ নেতা-কর্মীর ৩ বছরের কারাদণ্ড
হলি আর্টিজান হামলা: ৭ আসামির সাজা কমে আমৃত্যু কারাদণ্ড
১ বছর আগে