আইসিসি উইমেন্স প্লেয়ার অব দ্য মান্থ
প্রথম বাংলাদেশি হিসেবে 'আইসিসি উইমেন্স প্লেয়ার অব দ্য মান্থ' পুরস্কার জিতলেন নাহিদা আক্তার
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০২৩ সালের নভেম্বর মাসে 'আইসিসি উইমেনস প্লেয়ার অব দ্য মান্থ' পুরস্কার জিতেছেন স্পিনার নাহিদা আক্তার।
নাহিদা তার সতীর্থ ফারজানা হক ও পাকিস্তানি স্পিনার সাদিয়া ইকবালকে পরাজিত করে এই পুরস্কারের জন্য মনোনীত হন।
আরও পড়ুন: সিলেটে ১২০০ দৌড়বিদ নিয়ে হাফ ম্যারাথন অনুষ্ঠিত
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদা সাত উইকেট নিয়ে বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নাহিদা ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতাতে সহায়তা করেন। পরে তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
২৩ বছর বয়সী নাহিদা নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এবং ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।
গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী পারফরম্যান্সেও এমন ব্যক্তিগত পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে।
আরও পড়ুন: ‘মিথ্যা প্রতিবেদন’: একাত্তর টিভির বিরুদ্ধে মুশফিকের আইনি ব্যবস্থা
ঢাকা টেস্ট: নিউ জিল্যান্ডকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
১১ মাস আগে