২ বছরের শিশু
বালতির পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরের খন্ধকার পাড়ায় বালতির পানিতে ডুবে শান্তা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২ টার দিকে বাড়ির উঠানে রাখা বালতির পানিতে শান্তা খেলা করতে গেলে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ে ছাই অর্ধশতাধিক ঘর
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির উঠানে রাখা বালতির পানিতে শান্তা খেলা করতে গেলে বালতির পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর শান্তার দাদি গোসল করাতে গিয়ে দেখতে পায় শিশুটি বালতির ভেতর ডুবে আছে।
এ সময় তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে শান্তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে সিএনজির চাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
৬ মাস আগে
রাজশাহীতে পুকুরে ডুবে ২ বছরের শিশু মৃত্যু
রাজশাহীর তানোর উপজেলায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ গ্রামে এমন মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিহত শিশুর নাম আরাফাত হোসেন শিহাব (২)। সে গাগরন্দ গ্রামের সুমন মণ্ডলের ছেলে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, নিহত আরাফাত হোসেন শিহাব বেলা ১১টার দিকে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে খেলা করার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায়।
এসময় বাড়ির লোকজন শিশু আরাফাত হোসেন শিহাবকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আসেপাশে অনেক খোঁজ করে শিহাবকে না পেয়ে গ্রামবাসী পুকুরে নেমে খোঁজ করতে থাকেন।
এসময় পুকুর থেকে শিশু শিহাবকে উদ্ধার করে গ্রামবাসী তানোর মেডিকেলে নিয়ে আসেন। আরাফাত হোসেন শিহাবকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহত শিশুর পরিবার থেকে কেউ কোন অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে পুকুরে ডুবে মারা গেল ২ শিশু
গাজীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
১ বছর আগে