পরিবর্তনের সুযোগ নেই
স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জোটের শরিকদের আপত্তি ও দলীয় প্রার্থীদের অস্বস্তি সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের একথা বলেন।
তিনি বলেন, 'প্রতিযোগিতার কোনো বিকল্প নেই এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কোনো সুযোগ নেই।’
ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের নির্বাচন ও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই গণতন্ত্র সংকটে পড়েছে দেশ।
আরও পড়ুন: মানবাধিকার দিবসে দেশে পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত হচ্ছে: তথ্যমন্ত্রী
যারা সহিংসতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের এই নেতা।
তিনি বলেন, কিছু লোক ও বিএনপির মতো কিছু দল বিদেশিদের কাছে দেশের বদনাম করে। তাদের অবরোধ মানে বাসে আগুন দেওয়া এবং গুপ্ত হামলা করা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী দায়িত্ব পালনে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। তবে আওয়ামী লীগ সব ইস্যুতে সেনাবাহিনীকে বিতর্কিত করার পক্ষে নয়।
আরও পড়ুন: ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি সংস্থা ও দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে: তথ্যমন্ত্রী
১ বছর আগে