গাজীপুরের কোনাবাড়ী
গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার দেওলিয়াবাড়ি এলাকায় স্থানীয় ডালিমের মালিকানাধীন ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বিপুল পরিমাণ ঝুট মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কোনাবাড়ীর দেওলিয়াবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তুলাসহ গার্মেন্টসের পরিত্যক্ত ঝুট গুদামজাত করে রাখা ছিল।
আরও পড়ুন: চট্টগ্রামে বেডিং কারখানার আগুন নিয়ন্ত্রণে
তিনি আরও বলেন, রাত সাড়ে ৯টার দিকে ঝুট গুদামটিতে আগুন লাগে। আগুন লাগার খবরে কাশিমপুরের সারাবো ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পৌনে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই উপ-সহকারী পরিচালক।
আরও পড়ুন: নরসিংদীতে সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে মূল্যবান মালামাল
১ বছর আগে