বাসে অগ্নিকাণ্ড
সিলেট নগরীতে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ড
সিলেট নগরীর দরগাহ গেইটে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজারের পশ্চিম পাশের গেইটে দাঁড়িয়ে থাকা বাসে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হেলাল আহমদ বলেন, বাসের ভেতর থেকে আগুন লেগেছে। গাড়ির যান্ত্রিক গোলযোগ কিংবা বৈদ্যুতিক ফ্যান থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।
আরও পড়ুন: রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন
জানা যায়, নারায়ণগঞ্জ থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে বাসযোগে সিলেটে পৌঁছান দর্শনার্থীরা। রাত ১০টার দিকে বাসটি মাজারের পশ্চিম গেটে পার্ক করা হয়। দর্শনার্থীরা মাজার জিয়ারতে যাওয়ার আধা ঘণ্টা পর বাসটিতে আগুন লাগার খবর পান তারা।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন শিপন বলেন, বাসের ফ্যানের কয়েল থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নাশকতার কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: ফেনীতে বাসে আগুন, ৩ অটোরিকশা ভাঙচুর
১ বছর আগে