কাভার্ডভ্যানে আগুন
সিলেটের গোলাপগঞ্জে কাভার্ডভ্যানে আগুন
সিলেটের গোলাপগঞ্জে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ী ইউনিয়নের মাইজভাগ এলাকায় এই ঘটনা ঘটে।
কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা জকিগঞ্জের শাহগলি এলাকা থেকে সিলেটের লালাবাজারে আমাদের কোম্পানির ডিপোতে যাচ্ছিলাম। হঠাৎ দু’টি মোটরসাইকেলে ৬ জন মুখোশধারী যুবক গাড়ির গতিরোধ করে। পরে তাকে ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘তাদের চলে যাওয়ার পর আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, দু’টি মোটরসাইকেলে ৬ জন যুবক কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: রাজধানীর গুলিস্তানে আজ সকাল থেকে ২টি বাসে আগুন
অবরোধ: রাজধানীর গুলিস্তানে বাসে আগুন
১ বছর আগে